6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনের হোটেলে চুরির অভিযোগে ২ কিশোর ভাইয়ের বিরুদ্ধে পরোয়ানা

লন্ডনের শীর্ষস্থানীয় কয়েকটি হোটেলে চুরির অভিযোগে ১২ এবং ১৩ বছর বয়সী দুই ভাইয়ের বিরুদ্ধে একটি পরোয়ানা জারি করেছেন আদালত। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি। জানা যায়, তারা মেফেয়ারের ক্লারিজেস এবং পার্ক লেনে ফোর সিজনসসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে৷

 

হাইবারি কর্নার ম্যাজিস্ট্রেট আদালতের যুব আদালতে জেলা জজ হিনা রাই এই পরোয়ানা জারি করেন।

 

ছোট ভাইটির বিরুদ্ধে হোয়াইট সিটিতে বিবিসি টেলিভিশন সেন্টারে চুরির অভিযোগও রয়েছে এবং কমপ্লেক্সের মধ্যে অন্যান্য অফিসগুলিকেও লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে।

 

তারা এর আগে আদালতের শুনানি মিস করেছিল। ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে আগের শুনানিতে বলা হয়েছিল এই ভাইয়েরা তাদের অভিযোগ অস্বীকার করেছে।

 

ছোট ভাইটির বিরুদ্ধে ১৫টি অভিযোগ রয়েছে, যারমধ্যে ১৪টি চুরি এবং একটি চুরির ষড়যন্ত্র। অন্যজনের বিরুদ্ধে ৪টি অভিযোগ রয়েছে।

 

২৯ মার্চ ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

প্রাক্তন বান্ধবীকে হয়রানির দায়ে লন্ডনে এক ব্যক্তির কারাদণ্ড

অনলাইন ডেস্ক

গতিসীমা ৩০ কিলোমিটারের প্রতিবাদে ঢাকায় মানববন্ধনের ডাক

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের লাল তালিকায় আরো তিন আরব রাষ্ট্র

নিউজ ডেস্ক