6 C
London
April 24, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

লন্ডনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। অনেকে অর্থনৈতিক মন্দাকে এর কারণ হিসাবে দেখছেন।
লন্ডন শহরে একজন শীর্ষ ফ্যাশন ডিজাইনারের কাছ থেকে একটি গ্যাং প্রায় ৭০০০০ পাউন্ড  মূল্যের পোশাক ছিনিয়ে নিয়েছে। ক্লেয়ার মিশেভানি লন্ডনের স্বনামধন্য দামী পোশাকের ব্র‍্যান্ড। যার ক্লায়েন্টদের মধ্যে রয়েছে প্রিন্সেস বিট্রিস,জারা টিন্ডাল, ক্যারি জনসন এবং হেলেন মিরেন।
মধ্য লন্ডনের চেস্টার রো বেলগ্রাভিয়ায় একটি ফ্যাশন শ্যুটের পর যখন ডিজাইনার ক্লেয়ার ও তার সহকর্মী কাপড় গাড়িতে লোড করছিলেন তখন তিনজন কালো আলখাল্লা পরিহিত লোক তাদের হামলা করে।তাদের একজন কালো বেসবল ব্যাট দিয়ে গাড়ি’র কাঁচ ভেঙ্গে ফেলে।
বাকি দুইজন তাদের দিকে হামলা করতে তেড়ে আসে। পরে আলখাল্লা পরিহিত তিনজন একটি কালো ভক্সওয়াগন গল্ফ গাড়িতে ১৫টি পোশাকের ব্যাগ,ড্রেস ও কোটসহ মোট ৬২টি পোশাক  নিয়ে পালিয়ে যায়।
মিসেস মিশেভানি চুরি হওয়া পোশাকের মূল্য ৭০০০০ পাউন্ড বলে দাবি করেন।তিনি বলেন আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলির মধ্যে এটা অন্যতম।
এম.কে
২২ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

ক্রিসমাসে বিধিনিষেধ শিথিল: প্রাণের ঝুঁকিতে ব্রিটেনবাসী!

নিউজ ডেস্ক

ইউক্রেন যুদ্ধ চলতে পারে কয়েক দশকঃ মেদভেদেভ

সৌদিতে বিনামূল্যে টিকা পাচ্ছেন প্রবাসীরা

অনলাইন ডেস্ক