TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেল হাছান মাহমুদকে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে দেখা গেছে। রোববার স্থানীয় সময় লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হাছান মাহমুদ প্রকাশ্যে দেখা যাননি, এবং তার দেশে না থাকার গুঞ্জনও উঠেছিল। তবে এবার লন্ডনে ঈদের নামাজ শেষে তিনি পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন, যার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া একটি ছবিতে হাছান মাহমুদকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। আরেকটি ছবিতে তিনি সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে মাহাথির পাশা, এবং আরও দুই কিশোরের সঙ্গে উপস্থিত। আনাস পাশা জানিয়েছেন, ছবিতে হাছান মাহমুদের ডান পাশে থাকা দুজনের একজন সম্ভবত তার ছেলে এবং অপরজন ভাতিজা।

হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন জানিয়ে আনাস পাশা বলেন, “লন্ডনে তার ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে এসেছেন।”

সৈয়দ আনাস পাশা আরও বলেন, “আমরা একই এলাকায় বাস করি এবং সৈয়দ ফারুক আমাদের পরিচিত। নামাজ শেষে তিনি হাছান মাহমুদকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।”

এ বিষয়ে জানতে চাইলে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।

এম.কে
০১ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

বাজেট ২০২১: ব্রিটেনের কর্পোরেশন ট্যাক্স ১৯% থেকে বেড়ে ২৫%

অনলাইন ডেস্ক

ইউজারদের ৫০ পাউন্ড করে দিতে বাধ্য হতে পারে ফেসবুক

অনলাইন ডেস্ক

বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার পক্ষে ইউকে এমপিরাঃ শিশু সুরক্ষা ও গ্রুমিং বিতর্ক