ইসরায়েলের গাজায় সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ও আর্থিক সম্পর্কের কারণে, বার্ক্লেস এবং টেস্কো ব্যাংক অ্যাকাউন্টধারীদের তাদের অ্যাকাউন্ট বন্ধ করার আহ্বান জানানো হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। কারণ এই ব্যাংকগুলোর সঙ্গে এমন প্রতিরক্ষা কোম্পানিগুলোর আর্থিক সম্পৃক্ততা রয়েছে, যারা সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করে। শনিবার ২৬ এপ্রিল লন্ডনের পাঁচটি স্থানে বার্ক্লেস ব্যাংকের শাখাগুলোর বাইরে এবং পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের একটি টেস্কো শাখার বাইরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকাগুলো হলো: হ্যারো, লুইশাম, ওয়েম্বলি এবং উইম্বলডন।
“প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন” (PSC) কর্তৃক রচিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বার্ক্লেস (যা গত বছর নভেম্বরে টেস্কো ব্যাংক অধিগ্রহণ করে) ‘ইসরায়েলের বর্ণবৈষম্য এবং গণহত্যাকারীদের অস্ত্র দিচ্ছে’ বলে অভিযুক্ত। কারণ তাদের আর্থিক সম্পর্ক রয়েছে নয়টি কোম্পানির সঙ্গে, যারা ‘ইসরায়েলের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি সরবরাহ করে’। বার্ক্লেস দাবি করেছে, তারা ঐসব কোম্পানিতে বিনিয়োগ করে না, তবে ‘তাদের আর্থিক সেবা প্রদান করে’।
গ্রাহকদের ব্যাংকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে PSC এই সপ্তাহে দাবি করেছে, বার্ক্লেস £৬.১ বিলিয়ন মূল্যের আর্থিক সেবা প্রদান করছে এমন অস্ত্র কোম্পানিগুলোকে, যারা ইসরায়েলকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি সরবরাহ করে। এছাড়াও বলা হয়েছে, বার্ক্লেসের সঙ্গে একটি চুক্তি রয়েছে যাতে তারা ইসরায়েলি সরকারি বন্ডের ‘প্রাইমারি ডিলার’ হিসেবে কাজ করে। PSC দাবি করেছে, ২০২৪ সালে গণহারে অ্যাকাউন্ট বন্ধের দিনে প্রায় ৫,০০০ জন গ্রাহক তাদের বার্ক্লেস অ্যাকাউন্ট বন্ধ করেছেন।
PSC-র একজন মুখপাত্র লেখেন, “২০২২ সালের জুলাই থেকে আমরা বার্ক্লেসকে ইসরায়েলের অপরাধে সহযোগিতার অবসান ঘটানোর জন্য আহ্বান জানিয়ে আসছি, কিন্তু ব্যাংকটি আমাদের কথা শুনছে না। তাই আমরা ব্রিটেনের মানুষকে আহ্বান জানাচ্ছি বার্ক্লেস বয়কট করার জন্য, যেন ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপকদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে যায়। ইসরায়েলিরা গণহত্যাকারী, তাদের সহযোগিতার মূল্য অনেক কঠিন হওয়া উচিত। হাজার হাজার সচেতন মানুষ তাদের সেবা গ্রহণ করা থেকে বিরত থাকবে।”
এর উত্তরে বার্ক্লেস জানায়, ‘আমরা এই সংঘাতের ফলে সৃষ্ট গভীর মানবিক দুর্ভোগ সম্পর্কে সচেতন’, তবে ‘বিদেশনীতি নির্ধারণ এবং কোনো একটি দেশের কাছে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকারের কাজ।’ এছাড়াও বার্ক্লেস উল্লেখ করেছে, ‘ ইসরায়েলি এই কোম্পানিগুলো ক্রমবর্ধমান অনিশ্চয়তার সময় আমাদের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশীদার।’
গত বছরের আগস্টে, ফিনান্সিয়াল টাইমস রিপোর্ট করেছিল, প্যালেস্টাইনপন্থী আন্দোলনের চাপের মুখে বার্ক্লেস ইসরায়েলি সরকারি বন্ড বিক্রির পরিকল্পনা থেকে সরে আসতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ব্যাংকগুলো যেমন গোল্ডম্যান শ্যাচস, জেপি মরগ্যান এবং ডয়েচে ব্যাংকের সঙ্গে মিলে ইসরায়েলি ঋণের প্রাথমিক ডিলার হতে সম্মত হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সশস্ত্র সদস্যরা ইসরায়েলের দক্ষিণ সীমান্ত ভেদ করে প্রবেশ করে ১,১৯৫ জনকে হত্যা করে, যাদের মধ্যে ৩৬ জন শিশু ছিল। সেই সাথে ২৫১ জনকে জিম্মি করে, যাদের মধ্যে ৭৪ জন ইতিমধ্যে নিহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দ্বারা ইহুদিদের গণহত্যার পর এটিই ইহুদিদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি বলে জানা যায়।
সূত্রঃ মিরর
এম.কে
২৬ এপ্রিল ২০২৫