4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে নওয়াজ শরিফের উপর হামলা

ব্রিটিশ রাজধানী লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর হামলা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। আরেক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মীরা হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন নওয়াজের দল পিএমএল-এনের এক কর্মী। তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

বিশ্ব সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হামলার খবর ছড়িয়ে পড়ে। তাতে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর মধ্য লন্ডনের একটি এলাকায় হামলা হয়েছে। কিন্তু ওই হামলা নওয়াজ শরিফের ওপর নয় বলে পরিবারের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 

 

 

 

সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, ঘটনার সময় লন্ডনের বন্ড স্ট্রিটে একটি কফির দোকানে ছিলেন পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ। এ সময় সঙ্গে ছিলেন দুইজন দেহরক্ষী ও গাড়ির চালক।

খবরে বলা হয়েছে, ওই সময় দোকানের বাইরে ব্লাক লাইভস ম্যাটার বিক্ষোভকারীদের আন্দোলন চলছিল এবং এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

বিষয়টি নিয়ে একটি টুইট করেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) কর্মী খুররম ভাট। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর হামলা হয়েছে। এর পাশেই ছিল তার গাড়ি পার্ক করা।

 

 

 

 

পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক বিক্ষোভকারী কফি ছুড়ে মারেন এবং সেটি গিয়ে নওয়াজ শরিফের গাড়িতে পড়ে। এ ঘটনায় এক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তিকে পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে। তার পরনে সাদা স্যুট। তাতে ব্লাক লাইভস ম্যাটারের স্লোগান লেখা।

তবে খুররম ভাট টুইটে দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর হামলা করেছে পিটিআই সমর্থকরা। পিএমএল-এনের এই কর্মী আরও বলেন, হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

এদিকে নওয়াজ শরিফের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সাবেক পাক প্রধানমন্ত্রীর ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।

এম.কে
২৮ মে ২০২৩

আরো পড়ুন

লন্ডনের ফ্লাট থেকে ৫ মিলিয়ন পাউন্ড জব্দ

বৃটেনে নয় অন্য কোনো দেশে যেতে হবে আত্মহত্যা কর‍তে চাওয়া দুই শ্রীলঙ্কানকে

যুক্তরাজ্যে কমেছে বিয়ে, বেড়েছে ডিভোর্স