TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে বিক্ষোভ, ৪২৫ জন গ্রেপ্তার

লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে আয়োজিত বিক্ষোভ থেকে ৪২৫ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। ৬ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত এই বিক্ষোভে শত শত মানুষ অংশ নেন এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীদের হাতে ছিল নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড, যেগুলোর একটিতে লেখা ছিল: “আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।” উপস্থিতদের দাবি ছিল, সংগঠনটিকে সন্ত্রাসবাদ আইনের অধীনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠনকে প্রকাশ্যে সমর্থনের কারণে আটক হয়েছেন। এছাড়া কিছু অংশগ্রহণকারী পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে গ্রেপ্তার হন।

ব্রিটিশ সরকার চলতি বছরের জুলাই মাসে সন্ত্রাসবাদ আইন অনুযায়ী প্যালেস্টাইন অ্যাকশনকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। আইন অনুযায়ী, সংগঠনটির কার্যক্রমে অংশগ্রহণ বা সমর্থন প্রকাশ করাও ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ঘরের ফাঁকা রুম থেকে আয় করুন লাখ টাকা, Moovable-এর নতুন ‘লাইফ বুস্ট’ অফার

১ হাজার পাউন্ড জরিমানা হতে পারে ইংল্যান্ডের প্রতিটি পরিবারের!

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে জন লুইসের হাজার হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা