2.4 C
London
February 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে ভ্যালেন্টাইন্স ডে’তে হবে তুষারপাতের সম্ভাবনা

যুক্তরাজ্যে আসছে ভ্যালেন্টাইনে নাটকীয়ভাবে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস পাওয়া গিয়েছে।

যুক্তরাজ্যে আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে যাচ্ছে, যেখানে সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া চার্ট- নীল ও বেগুনি রঙে ছেয়ে গিয়েছে। মেট ডেস্ক ডেটার ভিত্তিতে তৈরি মানচিত্র ও চার্ট অনুযায়ী, ফেব্রুয়ারির ১৪ তারিখের দিকে দেশব্যাপী শীতের প্রভাব বাড়বে, যা মাসের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে।

ইংল্যান্ডের উত্তর-পূর্বের নিউক্যাসল থেকে শুরু করে উত্তর-পশ্চিমের ম্যানচেস্টার, এমনকি দক্ষিণ উপকূলের সাউদাম্পটন ও প্লাইমাউথ-সহ বিভিন্ন উপকূলীয় শহর ভারী বৃষ্টি, তুষারপাত এবং শিলাবৃষ্টির মিশ্রণে আক্রান্ত হতে পারে।

মেট অফিস জানাচ্ছে, “এই সময়ের শুরুতে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস বইতে পারে, যা স্বাভাবিকের চেয়ে নিম্ন তাপমাত্রা ও মেঘাচ্ছন্ন আবহাওয়া বজায় রাখবে। দেশের পূর্ব ও উত্তর-পূর্ব অংশে শীতল পরিস্থিতি আরও বাড়তে পারে, যা শীতকালীন বৃষ্টিপাতের পরিমাণ বাড়াবে।

“এদিকে, আটলান্টিক মহাসাগর থেকে আসা ফ্রন্টাল সিস্টেম (বৃষ্টির মেঘ) দেশের পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে উষ্ণতর বাতাস ও বৃষ্টি নিয়ে আসার চেষ্টা করবে। এই সময়ের শুরুতে এর প্রভাব সীমিত থাকবে, তবে যদি এটি উত্তর-পূর্বের দিকে বেশি অগ্রসর হয়, তাহলে কিছু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা বাড়বে।

“ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের দিকে পূর্ব থেকে আসা শীতল বাতাস এবং দক্ষিণ-পশ্চিমের তুলনামূলক উষ্ণ ও আর্দ্র বাতাসের ভারসাম্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন। তবে এই সময়ের শেষের দিকে অপেক্ষাকৃত কম ঠান্ডা আবহাওয়া দেখা দিতে পারে।”

মেট অফিসের মতে, “এই সময়ের মধ্যে অস্থিতিশীল আবহাওয়ার ধারা প্রতিষ্ঠিত হতে পারে, যেখানে আটলান্টিক থেকে আসা আবহাওয়া ব্যবস্থা যুক্তরাজ্যের উপর দিয়ে প্রবাহিত হবে। এর ফলে বৃষ্টি এবং মাঝে মাঝে প্রবল বাতাসের প্রবাহ দেখা যাবে, তবে কিছুটা শুষ্ক ও উজ্জ্বল আবহাওয়ার বিরতিও থাকতে পারে।

গড় হিসেবে তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা বেশি। তবে, যদিও এটি সবচেয়ে সম্ভাব্য পূর্বাভাস, কিছুটা বেশি ঠান্ডা আবহাওয়া অব্যাহত থাকার সুযোগ এখনও রয়েছে।”

সূত্রঃ মাই লন্ডন

এম.কে
১০ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে দক্ষিণ লন্ডনের দুটি কাউন্সিল

অনলাইন ডেস্ক

ব্রিক লেন কি বদলে ফেলছে এর আত্মপরিচয়?

চাপে টিউলিপ সিদ্দিক, জানালেন যা