4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে মুঘলদের মূল্যবান হিরা-পান্নার চশমা নিলামে

লন্ডনে মূল্যবান রত্ন হিরা ও পান্না দিয়ে তৈরি এক জোড়া বিরল চশমা নিলামে উঠছে।  এই চশমা ভারতের মুঘল আমলে বলে জানা গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের সোথিবে নিলাম হাউজে চলতি মাসে এই চশমা বিক্রি করা হবে।

 

নিলাম হাউজটি জানায়, মুঘল আমলে ১৮৯০ সালের দিকে এই চশমা তৈরি করা হয়। নিলামে প্রতিটি চশমা ২০ থেকে ৩৪ লাখ ডলারে বিক্রি হওয়ার আশা করা হচ্ছে।

 

সোথিবের মধ্যপ্রাচ্য ও ভারতের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস বলেন, এই অসাধারণ কারুশিল্প আগে কখনও দেখা যায়নি। নিলামের আগে চলতি মাসে হংকং ও লন্ডনে চশমা দুটি প্রদর্শিত হবে।

 

বিরল এই চশমা কারা ব্যবহার করতেন, তা স্পষ্ট নয়। সম্ভাবনা রয়েছে, সেগুলো মুঘলদের। ১৬তম ও ১৭তম শতাব্দীতে ভারত শাসন করে মুঘল সাম্রাজ্য। সমৃদ্ধ শৈল্পিক ও স্থাপত্য কৃতিত্বের জন্য বেশ সুপরিচিত ছিল এই সাম্রাজ্যটি।

 

নিলাম কর্তৃপক্ষ জানায়, চশমার এ ধরনের নমুনা প্রাচীন রোমান সাম্রাজ্যে দেখা যায়। রোমান সম্রাট নিরো মূল্যবান সবুজ পাথরের চশমা পরে গ্লাডিয়েটরদের যুদ্ধ দেখতেন।

 

৮ অক্টোবর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

নিপীড়নের অভিযোগ: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী

ব্রেক্সিট ব্যয় যুক্তরাজ্য প্রতি পরিবার £1,000, ব্যাংক অফ ইংল্যান্ড সতর্ক করেছে

নিউজ ডেস্ক

জাতিসংঘের অধিবেশন থেকে বের করে দেওয়া হয়েছিল ইসরায়েলি দূতকে!