TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে যুক্তরাজ্যের ইতিহাসে এক ভয়ঙ্কর ধর্ষক গ্রেফতার

চীনের একজন পিএইচডি ছাত্র ঝেনহাও জাউ যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নারী ধর্ষক বলে মত দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। যিনি নারীদের আকৃষ্ট করে তাদের মাদক প্রয়োগ করে ধর্ষণ ও ভিডিও ধারণ করতেন। তাকে লন্ডন ও চীনে ১০ জন নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে পুলিশ আশঙ্কা করছে, তার দ্বারা ৫০ জন ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

যেখানে তিনি তাদের পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে অচেতন করতেন।

একজন ভুক্তভোগী বলেন, “আমি কোনো প্রতিরোধ করতে পারছিলাম না, আমার শক্তি ছিল না,” এবং আদালতে উপস্থাপিত ভিডিওতে দেখা যায়, জাউ তাকে ধর্ষণ করছেন।

১৮ নভেম্বর ২০২৩ সালে প্রথম জাউয়ের বিরুদ্ধে নারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তখন পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। দুই দিন পর, জাউ চীন পালিয়ে যান।

তিনি জানুয়ারি ২০২৪ সালে যুক্তরাজ্যে ফিরে এলে, তাকে গ্রেপ্তার করা হয়।

তার লন্ডনের বাসা থেকে এমডিএমএ, বুটানেডিয়ল, কেটামিন ও আলপ্রাজোলাম উদ্ধার করা হয়।

এছাড়াও, তার বাড়ি থেকে নতুন ট্যাগযুক্ত ডিজাইনার পোশাক ও “ভুক্তভোগীদের স্মারক” ধারণকারী একটি বাক্স পাওয়া গেছে।

জাউ আদালতে ৫ দিন ধরে সাক্ষ্য দেন এবং বারবার নিজের বক্তব্য পরিবর্তন করেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে বলেন, তিনি এক ধরনের মাদক ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতেন। পরে আদালতে তিনি দাবি করেন, এটি তিনি কেবল নেশা করার জন্য ব্যবহার করতেন।

আদালত আগামী ১৯ জুন তার দণ্ড ঘোষণা করবে বলে তথ্যমতে জানা যায়।

যদি কেউ মনে করেন যে তিনি ঝেনহাও জাউয়ের শিকার হয়েছেন, তাহলে তারা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন বলে জানানো হয়েছে।

যৌন নিপীড়নের শিকার ব্যক্তিরা সহায়তার জন্য Rape Crisis (UK) – 0808 500 2222 এবং RAINN (US) – 800-656-4673 নম্বরে যোগাযোগ করতে পারেন বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ প্রশাসন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৫ মার্চ ২০২৫

আরো পড়ুন

অভিবাসন কমাতে স্টারমারের কড়া বার্তা এবং সমালোচনার ঝড়

ইউক্রেনকে ২০ মিলিয়ন ডলার মানবিক সহায়তার ঘোষণা ঋষি সুনাকের

ইউক্রেনের মাটিতে কাজ করছে যুক্তরাজ্যের বিশেষ বাহিনী

নিউজ ডেস্ক