TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে লাইভ ফেসিয়াল রিকগনিশনঃ প্রথম কয়েক মাসে ১০০+ পলাতক অপরাধী গ্রেপ্তার

লন্ডনের ‘অপরাধপ্রবণ এলাকা’ হিসেবে পরিচিত ক্রয়ডনে লাইভ ফেসিয়াল রিকগনিশন (এলএফআর) প্রযুক্তি ব্যবহার করে মেট্রোপলিটন পুলিশ প্রথম কয়েক মাসেই ১০০-এর বেশি পলাতক ও অভিযুক্ত অপরাধীকে গ্রেপ্তার করেছে। রাজধানীতে এটি প্রথমবারের মতো রাস্তার বাতির খুঁটি ও স্ট্রিট ফার্নিচারে স্থায়ী ক্যামেরা বসিয়ে পরীক্ষামূলক নজরদারি চালানোর উদ্যোগ।

মেট পুলিশ জানিয়েছে, গত অক্টোবর থেকে স্থাপিত ক্যামেরার ফুটেজ দূরবর্তীভাবে পর্যবেক্ষণ করা হলেও, পুলিশ সদস্যরা সরাসরি উপস্থিত থাকলে ক্যামেরা চালু করা হয়। অপরাধের হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় ক্রয়ডনকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। আপাতত অন্য এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা নেই।

২০২৪ সালের শুরু থেকে ক্রয়ডনে লাইভ ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে মোট ২৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারের প্রায় এক-তৃতীয়াংশ নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার সঙ্গে সম্পর্কিত অপরাধে জড়িত।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ২০ বছরের বেশি সময় ধরে পলাতক থাকা এক নারী, অপহরণের সন্দেহভাজন এক ব্যক্তি এবং যৌন ক্ষতি প্রতিরোধ আদেশ ভঙ্গের অভিযোগে অভিযুক্ত এক যৌন অপরাধী।

মেট পুলিশ দাবি করেছে, ২০২৪ সালের শুরু থেকে লাইভ ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে লন্ডনজুড়ে ১,৭০০-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই প্রযুক্তির ব্যবহারকে সমালোচনা করেছে। ইক্যুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন একে ‘আইনবহির্ভূত’ বললেও, পুলিশ জানাচ্ছে প্রযুক্তির ব্যবহার আইনসম্মত ও জননিরাপত্তার জন্য প্রয়োজনীয়।

এই অবস্থায় যুক্তরাজ্য সরকার ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে জনমত সংগ্রহ করছে এবং একটি পৃথক নিয়ন্ত্রক সংস্থা গঠনের বিষয়টি বিবেচনা করছে।

সূত্রঃ মাই লন্ডন

এম.কে

আরো পড়ুন

এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন, ট্যাক্সসহ অন্যান্য সুবিধায় যেসব পরিবর্তন আসছে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের এপিংয়ে দাঙ্গা, পুলিশের আঘাতে প্রতিবাদকারীর দাঁত পড়ে যাওয়ার অভিযোগ

গ্রেট ব্রিটেনে এনার্জি বিল এপ্রিল থেকে ৫% বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস