TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটের শিক্ষার্থী শাকিলের

উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্য নিয়ে গত বছর যুক্তরাজ্যে পাড়ি জমান সিলেটের তরুণ শাকিল। তবে আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা আর সম্পন্ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে জীবিকার তাগিদে তিনি লন্ডনে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হন।

 

গত বুধবার (১৪ জানুয়ারি) লন্ডনের কর্মাশিয়াল রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন শাকিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের দরজা হঠাৎ খুলে গেলে সাইকেল আরোহী শাকিল ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি লরি তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা জরুরি সেবায় খবর দিলে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে শাকিলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন তিনি।

অবশেষে সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাতে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান। তার মৃত্যুতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শাকিলের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামে। পরিবারের একমাত্র ভরসা ছিলেন তিনি বলে স্বজনরা জানিয়েছেন। প্রবাসে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া একজন তরুণের এমন করুণ পরিণতি পরিবার ও এলাকাবাসীকে শোকাহত করেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

জুলাই গণহত্যার বিচার দ্রুত শুরু করতে চান আসিফ নজরুল

বার্মিংহামে বিয়ে করলেন নোবেলজয়ী মালালা

যুক্তরাজ্যের সর্বশেষ করোনা পরিস্থিতি

অনলাইন ডেস্ক