TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডন মেয়র নির্বাচন ২০২১: এগিয়ে আছেন যারা

আগামী ৬ মে লন্ডনে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী চার বছরের জন্য লন্ডনের মেয়র হিসেবে কাকে দেখতে চান, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় বাকি নেই নগরীর বাসিন্দাদের হাতে।

 

আইটিভি লন্ডনের পক্ষে কমরেস কর্তৃক পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এবারও সাদিক খান রয়েছেন প্রথম স্থানে ৪১ শতাংশ সমর্থন নিয়ে। বিরোধী পক্ষ শন বেইলির পক্ষে রয়েছে ২৮ শতাংশ সমর্থন। লুইসা পোরিট তৃতীয় স্থানে রয়েছেন ৮ শতাংশ সমর্থন নিয়ে। সিয়ান বেরি রয়েছেন চতুর্থ স্থানে ৬ শতাংশ সমর্থন নিয়ে। নিকো ওমিলানা রয়েছেন পঞ্চম স্থানে (৫ শতাংশ)।

 

নির্বাচনে অন্যান্য প্রার্থী যেমন লরেন্স ফক্স, কাউন্ট বিনফেস এবং পিটার গামন্সের অবস্থানও খুব জোরালো নয়। বর্তমান মেয়র সাদিক খান এবারও জয়ী হবেন বলে মনে করা হচ্ছে।

 

২০২১ সালের লন্ডনের মেয়র নির্বাচনে ভোট দেওয়ার জন্য, সবাইকে অবশ্যই লন্ডনের বাসিন্দা হতে হবে। ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হতে হবে। মে মাসের মধ্যে ১৮ বছরের বেশি হতে হবে বয়স। ভোটার নিকটতম ভোটকেন্দ্রে ব্যক্তিগতভাবে বা প্রক্সির মাধ্যমে ভোট দিতে পারবেন।

 

সূত্র: মেট্রো

২৪ এপ্রিল ২০২১

এসএফ

আরো পড়ুন

ইথিওপিয়ার রাজপুত্রের দেহাবশেষ ফেরত দিতে নারাজ ব্রিটিশ রাজপরিবার

নিউজ ডেস্ক

অভিবাসন ইস্যুতে ‘কপট’ প্রতিক্রিয়া দেখাচ্ছে যুক্তরাজ্য: জাতিসংঘ

এখন পর্যন্ত ওমিক্রনে মৃত্যু শূন্য, তবে সতর্কতা জরুরি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা