13.4 C
London
October 31, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডন হতে আগত বিমান বাংলাদেশ ফ্লাইটে বিশৃঙ্খলা, মদ্যপ যাত্রী আটক সিলেটে অবতরণের পর

লন্ডন থেকে সিলেটগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে এক যাত্রীর অস্বাভাবিক আচরণে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ওই যাত্রী বিমানের একটি মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে দড়ি দিয়ে আসনের সঙ্গে বেঁধে রাখা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-সিলেট রুটের বিজি-২০২ ফ্লাইটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে অবতরণ করলে বিমানের নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীকে আটক করেন। আটক যাত্রীর নাম মো. শওকত আলী।

বিমান বাংলাদেশের সিলেট অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই যাত্রী ২৭-এ আসনে বসেছিলেন এবং তিনি ফ্লাইটে ওঠার আগেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিমানে ওঠার পর থেকেই সহযাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন তিনি। একপর্যায়ে পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে, তাকে শান্ত করতে কয়েকজন যাত্রী মিলে দড়ি দিয়ে আসনের সঙ্গে বেঁধে রাখেন।

ঘটনার সময় তিনি ক্রুদের, বিশেষ করে নারী ক্রুদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন। এক পর্যায়ে ক্ষোভে ২৭-সি নম্বর সিটের মনিটরে ঘুষি মেরে তা ভেঙে ফেলেন। এতে ফ্লাইটে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্যান্য যাত্রীরা বিরক্তি প্রকাশ করেন।

বিমানবন্দরে অবতরণের পর কর্তৃপক্ষ বিমান পুলিশের হাতে ওই যাত্রীকে তুলে দেয়। বিমান কর্তৃপক্ষ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং ফ্লাইটে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

আধুনিক দাসত্বঃ সুরক্ষা দিচ্ছে যুক্তরাজ্য

ব্রেক্সিট ভোটের ৫ বছর পর ইইউতে বসবাসরত ব্রিটিশ নাগরিকরা সুবিধা হারাচ্ছেন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ব্রিস্টলে উবার চালকদের টিকে থাকার সংগ্রাম