TV3 BANGLA
আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসের দাবানলে অলৌকিকভাবে অক্ষত ডেভিডের বাড়ি

ক্যালিফোর্নিয়ার দাবানলে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে অনেক মিলিয়নিয়ারদের। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে এক সপ্তাহ ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়া। দাবানলে এরইমধ্যে পুড়ে গেছে হাজারো বাড়িঘর। যেসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, সেসব এলাকায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে পুরো শহরই এখন ধ্বংস্তুপে পরিণত হয়েছে, ফেরার কোনো জায়গা নেই অনেকেরই।

সব ছাপিয়ে এখন আলোচনায় হলিউড তারকাদের আগুনে ঘর হারানোর খবর। শত কোটি ডলারের বিলাসবহুল এসব ঘরবাড়ি এখন পরিণত হয়েছে ছাইয়ে। এখানকার এক, একটি বাড়ির মূল্য মিলিয়ন ডলারের উপরে। একসময় যে বাড়িগুলোতে হতো জমকালো পার্টি, এখন সেখানে শুধুই পোড়া চিহ্ন।

তবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন দাবানলে ছারখার চারদিক, তখন আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্যালিসেডের ম্যালিবু এলাকার একটি বাড়ি।

নয় মিলিয়ন ডলারের তিনতলা বাড়িটির মালিক ৬৪ বছর বয়সী ডেভিড স্টেইনার। পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য-ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা। প্যালিসেডে যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দাবানল, তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাঁই নেন নিরাপদ আশ্রয়ে।

ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজ ঘরে। তবে আগুন নেভার পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড। আশপাশের সব বাড়ি পুড়ে ছাই হলেও পুরোপুরি অক্ষত তার বাড়ি। এমনকি বাড়ির দেয়ালেও নেই আগুনে কোনো চিহ্ন। যেনো, ধ্বংসস্তুপের উপর দাড়িয়ে আছে এক বাতিঘর।

এম.কে
১৪ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

‘আপনার হাতেও ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে’, তোপের মুখে রেস্টুরেন্ট ছাড়লেন ট্রুডো;

লাদাখে চীনের সাথে উত্তেজনা, সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

একে অপরে বিশ্বাস নেই ভারত ও পাকিস্তানিদের, ব্যতিক্রম বাংলাদেশিরাঃ সিপিআর জরিপ