9.6 C
London
November 16, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

লাদাখে রাজ্যের মর্যাদা দাবিতে বি.ক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ৪ নিহত

ভারতের কেন্দ্রশাসিত লাদাখ শহরে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) লেহ শহরে অ্যাপেক্স বডি অব লেহের ডাকা হরতালের সময় সংঘর্ষ ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লাদাখের রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ও বিজেপি অফিসসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে বাধ্য হতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।

এই সহিংসতা এমন এক সময়ে ঘটেছে, যখন সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের আলোচনার প্রস্তুতি চলছে।

কেন্দ্রীয় বিজেপি সরকার আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে। বৈঠকে লাদাখের বিক্ষোভকারীদের দাবিগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

স্কটল্যান্ডে পেল প্রথম মুসলিম প্রধানমন্ত্রী

ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব যুক্তরাজ্যের, কিন্তু কেন?

অস্ট্রেলিয়ায় ৪ শিক্ষাবৃত্তি, একাডেমিক রেকর্ড থাকলে আবেদন