TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

লিবিয়ায় উদ্ধারকাজের মধ্যেই দেখা গেলো প্রার্থনার দৃশ্য

ধ্বংসস্তূপের মধ্যেই চলছে নামাজ আদায়। লিবিয়ার প্রলয়ঙ্করী দুর্যোগে বিধ্বস্ত নগরী দেরনাতে দেখা গেলো হৃদয়স্পর্শী এমন দৃশ্য।

রোববার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ধ্বংস হওয়া একটি ভবনের ছাদে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ পড়ছেন একদল মুসল্লি। পাশে চলছে উদ্ধারকাজ। নামাজরতরা উদ্ধারকর্মী বলে জানা গেছে।

গত ১০ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় ও শহর রক্ষার দুটি বাঁধ ভেঙে সৃষ্টি হয় ভয়াল এই পরিস্থিতি। ১ লাখ ২০ হাজার বাসিন্দার শহরটিতে প্রাণ হারিয়েছেন ১১ হাজারের ওপর। জাতিসংঘের হিসাব মতে, ভয়াবহ এ দুর্যোগে এখনও নিখোঁজ ১০ হাজারের বেশি বাসিন্দা।

এম.কে
১৭ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

মর্গেজ এফোরডেবিলিটি রুলের পরিবর্তন

মদিনার মসজিদে নববিতে দিনে ৩০ টন পারফিউম ছড়ানো হয়

মার্কিন নির্বাচনে নাক গলাচ্ছে ব্রিটেন, অভিযোগ ট্রাম্পের