6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আমেরিকামধ্যপ্রাচ্যশীর্ষ খবর

লেবাননি পাউন্ডের বিনিময় হার নিয়ে বিভিন্ন অসত্য খবর

লেবাননের মুদ্রার দরপতন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। বিশ্ব গণমাধ্যমের বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী লেবাননি পাউন্ড বর্তমানে ডলারের সাথে বিরাট দরপতনের ফলে ১ লাখ লেবাননি পাউন্ড দিয়ে মাত্র ১ ডলার পাওয়া যাচ্ছে।
কিন্তু যাচাই করে দেখা গেছে, গুগলে বিভিন্ন অনলাইন মানি এক্সচেঞ্জের কনভার্টার আছে তাতে ১৫ হাজার লেবাননি পাউন্ডে ১ ডলার রেইট দেখাচ্ছে।
১৪ মার্চ আল জাজিরার এক রিপোর্টে জানা যায়, লেবাননের অস্থিতিশীল রাজনৈতিক অবস্থাকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিস্থিতি মোটেও ভালো নয়। তাদের এই মূহুর্তে কোন সরকার নেই একটা কেয়ারটেকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চালিয়ে নিচ্ছে।
দেশের জনগণ ব্যাংকে থাকা নিজেদের সঞ্চয় উঠাতে পারছে না অনেকে এরজন্য আদালতের শরণাপন্ন হয়েছে। আল জাজিরার খবরে আরো জানা যায় গত জানুয়ারিতে ১ ডলারে ৬০০০০ লেবাননি পাওয়া যেতো যা এই মাসে আরো অধঃপতন ঘটে।
ওয়ান্ডা ডট কমের লিংকে গিয়ে ক্লিক করে দেখা যায় ডলার ও লেবাননি পাউন্ডের বিনিময় হার ১ ডলারে ১৫০০০ লেবাননি পাউন্ড।

আরো পড়ুন

মানব পাচার নিয়ন্ত্রণে ডিজিটাল ব্যবস্থা গড়তে যায় যুক্তরাজ্য সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের পাসপোর্ট দিবে সরকার