TV3 BANGLA
আন্তর্জাতিক

লেবানন ছাড়তে ব্রিটিশ নাগরিকদের জন্য গেলো চার্টার ফ্লাইট

লেবানন থেকে পালানোর চেষ্টা করা ব্রিটিশ নাগরিকদের সাহায্য করার জন্য যুক্তরাজ্য সরকার বাণিজ্যিক চার্টার ফ্লাইট পাঠানোর ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে স্থল অভিযান শুরুর পরপরই এমন ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। বুধবার (২ অক্টোবর) বৈরুত থেকে বিমানটি উড্ডয়ন করার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লেবাননের পরিস্থিতি দ্রুত অবনতির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন ডেভিড ল্যামি।

বৈরুতে অবস্থানরত ব্রিটিশ নাগরিক, তাদের স্ত্রী বা সঙ্গী এবং ১৮ বছরের কম বয়সী শিশুদের প্রথমে ফ্লাইটে উঠার যোগ্য বলে বিবেচিত হবে বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

লেবাননে প্রায় চার থেকে ছয় হাজার ব্রিটিশ নাগরিক অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্য সরকার বৈরুত-রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করার জন্য চার্টার ফ্লাইটের খরচ বহন করবে। তবে ব্রিটিশ নাগরিকদের প্রতি আসনের জন্য ৩৫০ পাউন্ড ফি পরিশোধ করতে হবে। তবে ব্রিটিশ নাগরিকের উপর নির্ভরশীল অ-ব্রিটিশ যাত্রীদের যুক্তরাজ্যে প্রবেশের জন্য ছয় মাসের ভিসা প্রয়োজন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চাহিদা ও নিরাপত্তা পরিস্থিতির উপর নির্ভর করে আগামী কয়েক দিন অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।

গত সপ্তাহে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার পর লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে বৈরুত ছাড়ার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

সূত্রঃ বিবিসি

এম.কে
০১ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে খালিস্তানপন্থিদের হাতে হেনস্তার শিকার ভারতীয় রাষ্ট্রদূত

উত্তর প্রদেশে নিষিদ্ধ হলো ‘হালাল’ পণ্য

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন গ্র্যান্ডমাস্টার রাজীবের