বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণকে ঘিরে তুমুল আন্দোলনের মুখে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে ভাষণে সরকারের পদত্যাগ ঘোষণা দেন।
লেবাবন সরকারের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সূত্রে নিশ্চিত করা গেছে।
এদিকে রাষ্ট্রপতি মিশেল আউন নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত সরকারকে তত্ত্বাবধায়ক সক্ষমতা বজায় রাখতে বলেছেন।
দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, তার সঙ্গে করোনা ভাইরাস, আবার এরইমধ্যে ভয়াবহ বিস্ফোরণ, সবমিলে নাজেহাল অবস্থা লেবাননের। এসব কারণেই সরকার পদত্যাগ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:
বিস্ফোরণের দায়ে পদত্যাগ করছে লেবানন সরকার
১০ আগস্ট ২০২০
এনএইচটি