3 C
London
February 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লেবার পার্টির রিফর্ম-স্টাইল বিজ্ঞাপন প্রচারঃ ডিপোর্টের বিষয়ে দেওয়া হচ্ছে জোর

লেবার পার্টি ডানপন্থী রিফর্ম ইউকে দলের উত্থানের মোকাবিলা করতে রিফর্ম-স্টাইলের ব্র্যান্ডিং ও বার্তা ব্যবহার করে একাধিক বিজ্ঞাপন চালু করেছে। যুক্তরাজ্যের কিছু এমপি ও কর্মীরা নাইজাল ফারাজের দলের ধরনের প্রচারে নিয়ে অসন্তুষ্ট বলে জানা যায়।

ফেসবুক বিজ্ঞাপনের একটি সিরিজ “UK Migration Updates” নামে একটি গ্রুপ থেকে চালানো হচ্ছে, যেখানে লেবার সরকার কতজন মানুষকে বহিষ্কার করেছে তা নিয়ে গর্ব প্রকাশ করা হয়েছে। এসব বিজ্ঞাপনে লেবার পার্টির লোগো নেই এবং এগুলোতে রিফর্ম ইউকে দলের ব্যবহৃত নীল রঙকে ছায়ার মতো রাখা হয়েছে।

এছাড়া, “Protect Britain’s Communities” নামে একটি ফেসবুক গ্রুপ চালু করা হয়েছে, যেখানে অপরাধ ও অ্যান্টিসোশ্যাল আচরণের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরা হচ্ছে। এই পেজেও লেবার পার্টির কোনো প্রতীক নেই, তবে একটি বিশাল “ইউনিয়ন ফ্ল্যাগ” দেখা গিয়েছে।

লেবার পার্টি হতে রিফর্ম পার্টির দিকে ঝুঁকতে থাকা ভোটারদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। লেবার পার্টির একটি সূত্র বলেছে, এসব বিজ্ঞাপন রিফর্ম ইউকে-তে ঝুঁকে যাওয়া লেবার ভোটারদের টার্গেট করার বৃহত্তর পরিকল্পনার অংশ।

লেবার পার্টির একজন মুখপাত্র বলেন,” টোরি এবং রিফর্ম দল জনগণকে শুধু প্রতারণার কথাবার্তা শোনায়, কিন্তু লেবার সরকার বাস্তবে কাজ করে যাচ্ছে। আমরা জনগণকে আমাদের পরিবর্তনের পরিকল্পনার ব্যাপারে অবহিত করতে চাই। লেবার সরকার ইতোমধ্যেই যুক্তরাজ্য থেকে হাজার হাজার অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে এবং ছোট নৌকায় অনুপ্রবেশ কমাতে কঠোর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।”

তবে, কিছু লেবার এমপি ও কর্মী এই বিজ্ঞাপন প্রচার নিয়ে অসন্তুষ্ট, কারণ তারা মনে করেন এটি যুক্তরাজ্যের আশ্রয়প্রার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে।

ইয়র্ক সেন্ট্রালের লেবার এমপি র‍্যাচেল মাস্কেলের একটি আঞ্চলিক দল “UK Migration Updates” পেজটি চালু করেছেন।

তিনি বলেন, “যেসব আশ্রয়প্রার্থী তাদের জীবনে নিপীড়নের শিকার হয়েছেন, তাদের কথা বিবেচনা করে আমাদের উচিত এমন বিজ্ঞাপনের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকা। আমি ইংল্যান্ডের একমাত্র মানবাধিকার শহরের প্রতিনিধি, যেখানে আমরা সকল মানুষের মর্যাদাকে রক্ষা করি।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে-র শরণার্থী ও অভিবাসী অধিকার পরিচালক স্টিভ ভালদেজ-সাইমন্ডস বলেন, ” এটি অত্যন্ত উদ্বেগজনক যে সরকার আগের ভুলগুলোই আবার করতে চলেছে – যা কনজারভেটিভ ও লেবার দুই দলের অধীনে হয়েছে। যারা চান প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা করা হোক এবং যুক্তরাজ্যে ন্যায়সঙ্গত ও কার্যকর অভিবাসন ও আশ্রয় ব্যবস্থা গড়ে উঠুক। তাদের জন্য এমন জনসংযোগ কৌশল পরিস্থিতিকে আরও খারাপ করবে।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রিফর্ম ইউকে-র জনপ্রিয়তা বাড়ছে। একটি YouGov জরিপে দেখা গেছে, দলটি লেবার ও কনজারভেটিভদের থেকে এগিয়ে গেছে।

রিফর্ম ইউকে মূলত টোরি দলের ভোট কাটছে, তবে কিছু প্রমাণ রয়েছে যে এটি লেবার ভোটেও ভাগ বসাতে শুরু করেছে। এই প্রবণতা ডাউনিং স্ট্রিট ও লেবার এমপিদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ফলে রিফর্মের বিরুদ্ধে লড়তে লেবার এমপিদের মধ্যে প্রচার কৌশল শেয়ার করতে দলীয় গ্রুপ গঠন করা হয়েছে।

লেবার পার্টির ইয়র্কশায়ার ও হাম্বার শাখা থেকে অর্থায়ন করা UK Migration Updates-এর একটি বিজ্ঞাপনে বলা হয়েছে:
“ব্রেকিং নিউজ: অভিবাসী বহিষ্কারে লেবার পাঁচ বছরের সর্বোচ্চ রেকর্ড গড়েছে।”

লেবার নর্থ ওয়েস্ট শাখা একই বিজ্ঞাপন “Putting Runcorn First” নামে একটি ফেসবুক পেজে ব্যবহার করেছে, যেখানে বড় একটি ইউনিয়ন ফ্ল্যাগ রয়েছে, তবে লেবার পার্টির কোনো প্রতীক নেই।

আরেকটি পেজ, “Putting Communities First”, দেখতে প্রায় একই রকম এবং এটি মূলত ট্যাবলয়েড সংবাদ শেয়ার করছে, যেখানে ছোটখাট অপরাধ ও অ্যান্টিসোশ্যাল কার্যকলাপ দমনে সরকারের পদক্ষেপ তুলে ধরা হয়েছে।

লেবার পার্টির সঙ্গে ঘনিষ্ঠ থিঙ্কট্যাঙ্ক “Labour Together”- রিফর্ম ভোটারদের টানতে কীভাবে প্রচারণা চালানো যায়, তা নিয়ে কাজ করছে।

Labour টগেথের-এর প্রধান নির্বাহী, সাবেক লেবার এমপি জনাথন অ্যাশওয়ার্থ বলেন:
“ফারাজের অনুকরণ করার চেষ্টা করলে তা সফল হবে না। কিন্তু যেখানে আমাদের বলার মতো ইতিবাচক গল্প আছে, যেমন অবৈধ অভিবাসী প্রত্যাবাসনের সংখ্যা, লেবার এমপিদের উচিত সে বিষয়ে জোর দেওয়া।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৭ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হারলেন আই,এস কন্যা

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় আবেদনের হার আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে

যুক্তরাজ্যের সর্বনিম্ন গতিসীমা আইনে পরিবর্তন নিয়ে চলছে আলোচনা

নিউজ ডেস্ক