ব্রিটেনের ল’ সোসাইটি আইনি পত্রালাপের দীর্ঘদিনের একটি পুরোনো প্রথার অবসান ঘটিয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে চিঠি ও ইমেইলের শুরুতে ব্যবহৃত “Dear Sirs” সম্ভাষণটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে বর্জনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। সোসাইটির মতে, এই শব্দচয়ন আধুনিক সমাজের বহুত্ববাদ ও লিঙ্গসমতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ‘Dear Sirs’ শব্দবন্ধটি এমন একটি ধারণা বহন করে যেন চিঠির প্রাপক স্বয়ংক্রিয়ভাবে পুরুষ। এটি এক সময়ের প্রতিচ্ছবি, যখন আইন পেশা ছিল সম্পূর্ণভাবে পুরুষ-নিয়ন্ত্রিত। বর্তমান সময়ে এই রীতিকে আর সঠিক, প্রতিনিধিত্বমূলক বা উপযুক্ত বলা যায় না—কারণ আজকের সমাজে আইন পেশায় নারীর পাশাপাশি নন-বাইনারি বা অন্যান্য লিঙ্গ পরিচয়ের মানুষও সমানভাবে যুক্ত।
ল’ সোসাইটি সদস্যদের পরামর্শ দিয়েছে, যদি প্রাপকের পরিচয় জানা না থাকে, তবে ‘Dear legal team’, ‘Dear all’, ‘greetings’ বা ‘good morning’ এর মতো নিরপেক্ষ সম্ভাষণ ব্যবহার করা উচিত। নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, ‘এই বিকল্পগুলো পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি সকল লিঙ্গ পরিচয়ের প্রতি সম্মান প্রদর্শন করে। ব্যক্তির নাম জানা থাকলে সরাসরি তা ব্যবহার করাই সর্বোত্তম।’
এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এলি রিস, যিনি এস্টেট এজেন্সি “ব্রিকওয়ার্কস”-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি জাতীয় রেডিওতে “Dear Sirs” শব্দবন্ধের পুরোনো ও বৈষম্যমূলক ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন এবং ল’ সোসাইটি ও সলিসিটার্স রেগুলেশন অথরিটির সঙ্গে কাজ করে নতুন নির্দেশনা প্রণয়নে সহায়তা করেন। রিস বলেন, “অবশেষে এমন ভাষা ব্যবহারের সূচনা হলো, যা নারীদের আইনি চিঠিপত্র ও কর্মক্ষেত্রে দৃশ্যমান ও শ্রুতিময় করে তোলে।”
তার সহঅভিযানকারী, আইনজীবী ও হাইভরিস্কের প্রধান নির্বাহী কেট বুর্ট বলেন, “ল’ সোসাইটির এই নির্দেশিকা লিঙ্গভিত্তিক কর্তৃত্বের ব্যবধান কমানোর এবং একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল পেশা গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
সূত্রঃ ল’ গ্যাজেট
এম.কে
১২ অক্টোবর ২০২৫