8.5 C
London
February 5, 2025
TV3 BANGLA
ফিচার

শহীদ আবু সাইদ একটি ফ্রি বাংলা ফন্ট

কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু হয়। ওই দিন বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা গেছে, পুলিশের গুলি আবু সাঈদের বুকে লাগে।

প্রত্যক্ষদর্শীসহ শিক্ষার্থীরাও অভিযোগ করেন, পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হয়েছেন। কিন্তু মামলার প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর-এ পুলিশ দাবি করেছে, আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়নি।

আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মামলার বিবরণে পুলিশের গুলিতে আবু সাঈদ মারা গেছেন— এমন কোনো তথ্যের উল্লেখ নেই। পুলিশের এই প্রতিবেদনকে সাজানো নাটক বলে অভিহিত করেছেন তারা।

উল্লেখ্য যে, কোটা আন্দোলনে মারা যাওয়া ছাত্র আবু সাঈদের স্মরণে তার নামে একটি বিশেষ বাংলা ফন্ট চালু করা হয়েছে। ফন্টটিতে রয়েছে ইউনিকোড এনকোডিং সমর্থন। ফন্টটি ডিজাইন এবং ডেভেলপ করেছেন জায়েদ আহসান সা’দ। যিনি কোডপত্র ফন্টস এর ডিজাইনার।

সূত্রঃ ফন্টবিডি

এম.কে
০১ আগস্ট ২০২৪

আরো পড়ুন

হার্ভার্ডের ১০৩টি ফ্রি কোর্স

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষা অর্জনে সেরা বৃত্তির তালিকা

অনলাইন ডেস্ক

দৈনিক ৩ বিলিয়ন ডলার মুনাফা করে তেল-গ্যাস শিল্প!

অনলাইন ডেস্ক