10.3 C
London
December 25, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন চার ফিলিস্তিনি সাংবাদিক

২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোননয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা নিয়ে অকুতোভয় সাংবাদিকতার জন্য তারা মনোনয়ন পেয়েছেন।

মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি চার সাংবাদিক হলেন— বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা, আলোকচিত্রী মোতাজ আজাইজা ও টিভি সাংবাদিক হিন্দ খৌদারি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর চলমান এই হত্যা ও ধ্বংসযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই চার সাংবাদিক।

উল্লেখ্য, বিশ্বে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনকে প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার নরওয়েজিয়ান নোবেল কমিটি। চলতি বছরের বিজয়ীর নাম ঘোষণা হবে ১১ অক্টোবর। ১০ ডিসেম্বর হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ১৯৬ ব্যক্তি ও ৮৯টি সংগঠন।

সূত্রঃ এক্সপ্রেস ট্রিবিউন

এম.কে
৩১ আগস্ট ২০২৪

আরো পড়ুন

অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করবে যুক্তরাষ্ট্রের টেক্সাস

জার্মানির নাগরিকত্ব পেতে ইসরায়েলকে সমর্থনের শর্ত নিয়ে বিতর্ক

২০২৩ সালে ব্রিটেনের অর্থনৈতিক সংকট বাড়বে: আইএমএফ

নিউজ ডেস্ক