10.1 C
London
November 5, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

শিরোপা জেতার পর যা বললেন মেসি

কোপা আমেরিকায় শিরোপা জেতার পর নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন মেসি। তবে সংবাদমাধ্যমে নয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

শিরোপার ট্রফিটি পাশে বসিয়ে একটি ছবি আপলোড করে মেসি লিখেছেন, ‘কী সুন্দর উন্মাদনা! এটা অদ্ভুত সুন্দর। ধন্যবাদ ঈশ্বর। আমরা চ্যাম্পিয়ন! চলো এগিয়ে চলো!’

 

কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের ৪৭ মিনিটের সময় কড়া ট্যাকল করা হয়েছিল মেসির গোড়ালিতে। তৎক্ষনাৎ রক্ত ঝরতে থাকে সেই গোড়ালি থেকে। প্রাথমিক চিকিৎসার পর রক্তঝরা পা নিয়েই ম্যাচের বাকি অংশ ও পরে টাইব্রেকার খেলেছেন মেসি। সেই ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।

এদিকে ফাইনাল জেতার পর সংবাদ মাধ্যমে মেসির ইনজুরির কথা জানান আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়েই পুরো ম্যাচ খেলেছে মেসি।’

 

রবিবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার খেতাব পুনরুদ্ধার করে আর্জেন্টিনা। এর আগে ১৯৯৩ সালে কোপা তথা বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ পেয়েছিল তারা।

 

১১ জুলাই ২০২১
এনএইচ

আরো পড়ুন

লন্ডন থেকে আসলে কোয়ারেন্টিন এবার ৭ দিন

বিদায় বরিস, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

যুক্তরাজ্যে ‘নাইটক্লাবে সুচ ফোটানো’, ২ জন আটক