13.7 C
London
September 8, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

শুরু হলো আংশিক চন্দ্রগ্রহণ, ধীরে ধীরে লাল হবে চাঁদ

চন্দ্রগ্রহণ দেখার অপেক্ষা শেষ! ইতিমধ্যে শুরু হয়ে গেছে ‘ব্লাডমুন’ চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় চন্দ্রগ্রহণ শুরু হয়।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণ গ্রহণ শুরু হবে, তখন চাঁদ পুরোপুরি লাল বা রক্তিম রঙ ধারণ করবে। এরপর, এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে রাত ১২টা ১১ মিনিটে এবং সম্পূর্ণ গ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিটে।

যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে এই অসাধারণ দৃশ্যটি খালি চোখেই দেখা যাবে।

চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু তথ্য

‘সুপার ব্লাডমুন’ চন্দ্রগ্রহণ কি—

এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তাই এটিকে স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ শতাংশ বড় এবং ১৫ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। যখন চাঁদ পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যায়, তখন এটি রক্তিম বা লালচে রঙ ধারণ করে, যে কারণে একে ‘ব্লাডমুন’ বলা হয়।

কত বছর পর চন্দ্রগ্রহণ হয়?

চন্দ্রগ্রহণ একটি নিয়মিত ঘটনা। তবে, ‘সুপার ব্লাডমুন’ সব সময় হয় না। সর্বশেষ এমন একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে দেখা গিয়েছিল ২০১৮ সালের জুলাই মাসে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

স্পেনের জুমিলায় জনসমক্ষে মুসলিম উৎসব নিষিদ্ধঃ ক্ষোভ ও আইনি চ্যালেঞ্জের হুমকি

ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক

রমজান উপলক্ষ্যে আমিরাতে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড়