21.3 C
London
August 16, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

শুল্কনীতিতে বিপাকে পড়ে বাংলাদেশের মাধ্যমে পোশাক রপ্তানি করতে চায় ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে ভারতের রপ্তানি খাত বড় ধরনের সংকটে পড়েছে। দেশটির পণ্যে ইতোমধ্যেই ২৫% শুল্ক কার্যকর রয়েছে, আর ট্রাম্প আরও ২৫% অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এতে মোট শুল্ক দাঁড়াতে পারে ৫০%। আগামী ২৭ আগস্ট থেকেই এ শুল্ক কার্যকর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত শুল্কের কারণে মার্কিন বাজারে তাদের রপ্তানি কার্যত মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অনেক মার্কিন ক্রেতা ভারতীয় ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করেছেন। বিকল্প হিসেবে তারা শুল্কমুক্ত বা কম শুল্কযুক্ত দেশগুলোর দিকে ঝুঁকছেন—এর মধ্যে অন্যতম বাংলাদেশ।

বাংলাদেশি গণমাধ্যমের তথ্যমতে, বহু মার্কিন প্রতিষ্ঠান এখন স্থানীয় পোশাক কারখানায় নতুন ক্রয়াদেশ দিচ্ছে। এ অর্ডারের মধ্যে উল্লেখযোগ্য অংশই ভারতের বাতিল হওয়া ক্রয়াদেশ। ফলে বাংলাদেশের পোশাক শিল্পে কাজের চাপ বেড়ে গেছে কয়েক গুণ।

বিজিএমইএ–এর একজন পরিচালক জানান, গত বছরের তুলনায় এ বছর মার্কিন অর্ডার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। তবে শঙ্কা রয়ে গেছে—যদি ভারত–আমেরিকা কোনো বাণিজ্যচুক্তিতে পৌঁছায় এবং শুল্ক কমে যায়, তবে মার্কিন ক্রেতারা আবার ভারতের দিকে ঝুঁকতে পারেন।

সংকট কাটিয়ে উঠতে ভারতীয় ব্যবসায়ীরা এখন কৌশল বদলাচ্ছেন। তারা বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং বাংলাদেশের মাধ্যমে আমেরিকায় পণ্য পাঠানোর পরিকল্পনা করছেন। দীর্ঘমেয়াদে মার্কিন বাজার ধরে রাখতে এ কৌশল কাজে লাগাতে চাইছেন বড় ব্যবসায়ী গোষ্ঠী।

অন্যদিকে, মার্কিন শুল্কনীতির কারণে শুধু ভারত নয়, চীনের ব্যবসায়ীরাও বিকল্প খুঁজছেন। পোশাক খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে নতুন কারখানা স্থাপনে আগ্রহী হয়েছেন এবং ইতোমধ্যেই বিনিয়োগ পরিকল্পনা নিয়েছেন।

সব মিলিয়ে, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি ভারতের জন্য সংকট তৈরি করলেও বাংলাদেশে তৈরি পোশাক খাতের জন্য তা বড় সুযোগ হয়ে উঠেছে। তবে এ সুযোগ কতটা স্থায়ী হবে, তা নির্ভর করছে ভারত–আমেরিকা বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ ফলাফলের ওপর।

সূত্রঃ ঢাকা প্রকাশ

এম.কে
১৬ আগস্ট ২০২৫

আরো পড়ুন

সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার

মেঘনা আলমের হানি ট্র্যাপ আন্তঃরাষ্ট্রীয় বিপর্যয়ের কৌশল! পেছনে কারা?

কোটা আন্দোলন নিয়ে ঢাকায় চলছে ‘বাংলা ব্লকেড’