13 C
London
February 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরত আনার চিঠি গ্রহণ করেছে ভারত

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া চিঠি গ্রহণ করেছে ভারত। সোমবার (২৩ ডিসেম্বর) একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বলে জানানো হয় প্রতিবেদনে।

এনডিটিভির সূত্র বলে, ‘আমরা নিশ্চিত করছি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন থেকে একটি কূটনৈতিক বার্তা পেয়েছি। এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’

এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ চিঠি দিয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সে সময় তিনি বলেন, ভারতকে আমরা ক্লিয়ারলি জানিয়েছি। আমরা তাকে যে ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।

এদিন সকালে পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

৭৭ বছর বয়সী শেখ হাসিনা ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
২৪ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশের নির্বাচনের আগে কলাম লিখছেন অনেক ‘অস্তিত্বহীন’ বিশেষজ্ঞঃ এএফপির প্রতিবেদন

বিনামূল্যে ইফতারি খাওয়াচ্ছেন সনাতন ধর্মের সুজন প্রসাদ

নিউজ ডেস্ক

সঠিক চশমা ব্যবহার উপার্জন শক্তি বাড়িয়ে তুলতে পারেঃ গবেষণা