4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে এবার গুমের মামলা

ক্ষমতাচ্যুতের পর এবার গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র‍্যাবের ডিজি বেনজির আহমেদ এবং র‍্যাবের অজ্ঞাত ২৫ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা।

আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন তিনি। এদিন দুপুর সোয়া ১২টায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে আমাকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র‍্যাব ডিজি বেনজির আহমেদ এবং র‍্যাবের অজ্ঞাত ২৫ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমাকে ১৮৫ দিন গুম করে রাখা হয়েছিল। ২০১৫ সালের ১৩ আগস্ট আমাকে রাজশাহীতে নিয়ে ছেড়ে দেওয়া হয়।’

এই আইনজীবী দাবি করে বলেন, ‘বিএনপি নেতা সালাউদ্দিনের সঙ্গে আমাকে গুম করা হয়। আমাদের চোখ বেঁধে এক কক্ষেই রাখা হয়েছিল। পরে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। গুম হওয়ার সময় একবারের জন্য শুয়ে থাকতে দেওয়া হয়নি।’

এম.কে
১৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

উপাধ্যক্ষ আব্দুস শহীদের উত্থান রূপকথাকেও হার মানায়

লন্ডনে দেখা মিলল পালিয়ে যাওয়া মন্ত্রী-এমপিদের

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে রিট