7.2 C
London
January 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

শেয়ার কারসাজির কারণে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

শেয়ারদরে কারসাজি করার কারণে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

বিএসইসি আরও জানায়, সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

কলকাতা মিশনে কোরবানি বন্ধের জেরঃ ডেপুটি হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ

ইন্টারনেট বন্ধের ক্ষমতা হারাল সরকার, এনটিএমসি বিলুপ্ত করে সিআইএস গঠন

দ্বিতীয় দফা জাতীয় লকডাউনের খুব কাছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক