TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

সন্তান জন্ম দিলেই ৫ লাখ ইয়েন দিবে জাপান

সম্প্রতি জন্মহার উদ্বেগজনকভাবে কমে গেছে জাপানে। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় দেশটির সরকার। দম্পতিদের সন্তান জন্মদানে তাই নানাভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে সরকার।

দেশটিতে এতোদিন সন্তান জন্ম দিলেই দম্পতিকে দেওয়া হতো চার লাখ ২০ হাজার ইয়েন। এবার সেই অর্থের পরিমাণ আরও বাড়িয়েছে জাপান সরকার।

 

সম্প্রতি জাপান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান জন্ম দিলেই দম্পতিকে নতুন করে দেওয়া হবে আরও ৮০ হাজার ইয়েন বা ৫৯২ ডলার। এভাবেই সন্তান জন্মদানে দম্পতিকে উৎসাহ দিয়ে যাচ্ছে জাপান সরকার।

 

দেশটিতে আগামী ১ এপ্রিল থেকে এই নতুন প্রস্তাব চালু হওয়ার কথা রয়েছে।

 

তবে সমালোচকেরা বলেছেন, যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে এবং আয়-উপার্জন একই জায়গায় থমকে আছে বা কমেছে, তাতে সন্তানের খরচের ধাক্কা সামলাতে পারছে না জাপানিরা।

 

দেশটির অনেকে বলছেন, কিছু অর্থ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। অতীতেও এই ধরনের উদ্যোগ ব্যর্থ হয়েছে। এবারও হতে পারে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে প্রতিনিয়ত জনসংখ্যা কমছে। ২০১৭ সালে জাপানের জনসংখ্যা ছিল ১২ কোটি ৮০ লাখ। ২০২১-এ তা কমে দাঁড়িয়েছে ১২ কোটি ৫৭ লাখে।

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে তিন লাখ ৮৪ হাজার ৯৪২টি শিশুর জন্ম হয়েছে। যা গত বছরের তুলনায় পাঁচ শতাংশ কম।

 

মন্ত্রণালয় মনে করছে, পুরো বছরে শিশুর জন্মের সংখ্যা আট লাখের কম হবে। দেশটিতে ১৮৯৯ সালের পর থেকে যা কখনো হয়নি।

 

১৬ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

Investing in properties and Investigation of undeclared rental income and updates

অনলাইন ডেস্ক

ওয়েলসে বিরল মাংকিপক্স ভাইরাস সনাক্ত

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর পার্টি কেলেংকারি: প্রীতি প্যাটেল ও ঋষি সুনাক দ্বন্দে