12.2 C
London
May 5, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের কপালে ভাঁজ

কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ ইসলামাবাদে পৌঁছানোর পর তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সফরের মূল লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং দক্ষিণ এশিয়ার বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো। ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দাম বলেন, “ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা চাই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাক।”

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “এই সফর ইরান-পাকিস্তান ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং সীমান্ত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।”

এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরও আসন্ন, তবে ভারত কাশ্মীর ইস্যুতে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ করবে না।

বিশ্লেষকদের মতে, ইরানের কূটনৈতিক উদ্যোগ দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্রঃ এপি

এম.কে
০৫ মে ২০২৫

আরো পড়ুন

ইসলাম নিয়ে কটূক্তি করায় বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর ক্যাপ ব্যবস্থা প্রবর্তন

প্রাণী অধিকার কর্মী যুক্তরাষ্ট্রে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী, ২০ বছর পর যুক্তরাজ্যে গ্রেপ্তার

নিউজ ডেস্ক