3.3 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সরকার হস্তক্ষেপ না করলে জ্বালানি বিল বাড়বে ৫০%

সরকার হস্তক্ষেপ না করলে আগামী বছর যুক্তরাজ্যের জ্বালানি বিল আরও ৫০% বাড়বে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা।

 

সরবরাহকারী সংস্থা ইডিএফ বলেছে যে পরিস্থিতি “সঙ্কটজনক”। পাইকারি গ্যাসের দাম বৃদ্ধির কারণে গ্রাহকরা ইতোমধ্যেই রেকর্ড বিল দেখছেন।

 

বাণিজ্য সংস্থা এনার্জি ইউকের প্রধান এমা পিঞ্চবেক বলেছেন, ক্রমবর্ধমান দাম এখন অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে।

 

সরকার বলেছে যে ভোক্তাদের সুরক্ষার জন্য একটি ব্যবস্থা রয়েছে। তবে ট্যাক্স কমানো এবং সবুজ শুল্ক এক্ষেত্রে সাহায্য করবে বলে মনে করছেন তিনি।

ইউরোপের অন্যান্য দেশগুলোতেও বৈশ্বিক জ্বালানি দাম বৃদ্ধির দ্বারা অরিভাবিত হচ্ছে, মিসেস পিঞ্চবেক বলেছেন।

 

তিনি বলেন, সেপ্টেম্বর থেকে আমাদের গ্যাসের দাম রেকর্ড ভাঙে এবং গত কয়েক সপ্তাহে দাম আবার বেড়েছে। এমনটি আমরা আগে দেখিনি।

 

“বসন্তের জন্য এটি বেশ গুরুতর সমস্যা হিসাবে দেখা দিচ্ছে। গৃহস্থালির এনার্জি বিল ৪৫-৫০% বৃদ্ধি পাবে।”

 

“আমরা আমাদের ট্রেজারিকে হস্তক্ষেপ করতে বলছি। যখন বিলের কথা আসে, তখন এটা মনে রাখা উচিত যে এক পঞ্চমাংশেরও কম সরবরাহকারীদের নিয়ন্ত্রণে থাকে,” তিনি বলেন।

 

যুক্তরাজ্যের চতুর্থ বৃহত্তম সরবরাহকারী ইডিএফ-এর একজন ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ কমারেট বলেছেন, “গ্রাহকদের সমর্থন করার জন্য আমরা সরকারকে এখনই কাজ করার আহ্বান জানাই৷ এই শীতে পরিস্থিতি সংকটজনক এবং দুর্ভাগ্যবশত, এটি কেবল শুরু৷

 

২৫ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

অল্পবয়সী শিশুদের অনলাইন কার্যক্রম নজরদারিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ

ম্যারাডোনাকে হত্যার অভিযোগ দুই মেয়ের

অনলাইন ডেস্ক

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি নিহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে