TV3 BANGLA
আন্তর্জাতিক

সহকর্মীর গুলিতে ইসরায়েলি ২০ সেনা নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৮ অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে সেখানে ১১১ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দখলদার ইসরাইলের সেনাবাহিনীর রেডিও। এর মধ্যে ২০ জনই প্রাণ হারিয়েছেন নিজ সহকর্মীর গুলিতে।

ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছে , নিহতদের মধ্যে কয়েকজন পদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছেন।

সেনাবাহিনীর রেডিওর খবরে আরও বলা হয়েছে, গাজায় যে ২০ ইসরায়েলি সেনা সহকর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ১৩ জনকে গুলি করা হয়েছে শত্রুপক্ষের সদস্য ভেবে। ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা যাদেরকে গুলি করছে তারা ফিলিস্তিনি। কিন্তু হত্যার পর বুঝতে পারে তারা নিজেদের সেনাদের হত্যা করেছে।

এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৩৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এম.কে
১৩ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনকঃ আর্চ বিশপ

চীনে করোনায় এক মাসে প্রায় ৬০ হাজার মৃত্যু!

নস্ত্রাদামুসের ৪৫০ বছর আগের ভবিষ্যদ্বাণী, ২০২৪ সালে যুদ্ধে জড়াবে চীন