TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকাশীর্ষ খবর

সহযাত্রীর গায়ে প্রস্রাব করে আমেরিকান এয়ারলাইন্সে নিষিদ্ধ ভারতীয় ছাত্র

আমেরিকান এয়ারলাইন্সে নিউইয়র্ক থেকে দিল্লি যাওয়ার পথে সহযাত্রীর গায়ে প্রস্রাব করায় চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

অযাচিত কাজ করা ছাত্রের নাম আর্য ভোহরা। ২১ বছর বয়সী এই ছাত্র ইউএস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিমানে বসে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার দায়ে আমেরিকান এয়ারলাইন্সে চলাচলের জন্য তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

আমেরিকান এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া এএ২৯২ ফ্লাইটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ফ্লাইটটি শনিবার রাত ৯টা ৫০ মিনিটে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সহযাত্রীর গায়ে প্রস্রাব করার দায়ে ঐ ছাত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকান এয়ারলাইন্স। এতে বলা হয়েছে, ভবিষ্যতে ওই ছাত্র আমাদের বিমানে চলাচল করতে পারবে না।

এম.কে
০৭ মার্চ ২০২৩

আরো পড়ুন

৯ দফা দাবি পূরণ করতে হবেঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক

মণিপুরে গুলিতে কুকি কমান্ডার নিহত

বোর্ডিং স্কুল নিয়ে বোমা ফোটালেন প্রিন্সেস ডায়ানার ছোট ভাই