17.6 C
London
September 7, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

সাকিবকে আইসিসির বর্ষসেরা বানাতে যেভাবে ভোট দেবেন

২০২১ সালের জন্য ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে আগেই মনোনয়ন দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশ দল থেকে জায়গা করে নিয়েছেন সাকিব। বাকি তিন ক্রিকেটার—পাকিস্তান অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকা থেকে ইয়ানেমান ম্যালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

 

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিবেচনায় তারা নির্বাচিত হয়েছেন। আর আগামী ২০২২ সালের ২৪ জানুয়ারি ভোটাভুটির পর এক অনুষ্ঠানের মধ্যদিয়ে একজন সেরার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।

 

জানা যায়, আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হবে বর্ষসেরা ক্রিকেটার। সমর্থকরা তাদের পছন্দের ক্রিকেটারকে ভোট দিতে পারবেন। ভোট দিতে হলে নাম ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরই ভোট দেওয়া যাবে।

ভোট দিতে এখানে ক্লিক করুন…

 

এই তালিকায় আইসিসি সবার ওপরে রেখেছে সাকিবকে। শেষ হতে যাওয়া বছরে তিনি ৯টি ম্যাচ খেলেছেন। যেখানে ২টি হাফসেঞ্চুরিতে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন। এছাড়া ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট।

 

৭ জানুয়ারি ২০২২
এনএইচ

 

আরো পড়ুন

ল’ উইথ এন রহমান- ১১ জানুয়ারি ২০২১

অনলাইন ডেস্ক

বুস্টার ডোজ ৯৫.৬ শতাংশ কার্যকর : ফাইজার

যুক্তরাজ্যে হত্যা মামলার প্রতিবাদে কর্মবিরতিতে পুলিশ সদস্যরা