৬০০ বছর পর লন্ডনের আকাশে আবার দেখা যাবে সাদা স্টর্ক। রাজধানীর ড্যাগেনহামের ইস্টব্রুকএন্ড কান্ট্রি পার্কে আগামী বছরের অক্টোবর থেকে এই পাখির প্রজনন উপনিবেশ স্থাপন করা হচ্ছে একটি বড় রিওয়াইল্ডিং প্রকল্পের অংশ হিসেবে। ১৪০০-এর দশকে ব্রিটেনে বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতিটি পুনঃপ্রবর্তনের জন্য এটি দেশের দ্বিতীয় জনসাধারণের জন্য উন্মুক্ত উদ্যোগ।
প্রকল্পটির আওতায় শুধু সাদা স্টর্কই নয়, ২০২৭ সালের মার্চে একই পার্কে বিভার ছাড়ার পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালে প্রথমবার লন্ডনে বিভার পুনঃপ্রবর্তন করা হয় ইলিংয়ের গ্রিনফোর্ডের একটি প্রকৃতি সংরক্ষণ এলাকায়, যা রাজধানীতে বন্যপ্রাণী ফিরিয়ে আনার উদ্যোগকে আরও গতি দেয়।
ইস্টব্রুকএন্ড পার্কের নতুন প্রকল্পটি লন্ডনের মেয়র সাদিক খানের গ্রিন রুটস ফান্ড, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিল এবং লন্ডন ওয়াইল্ডলাইফ ট্রাস্টের যৌথ অর্থায়নে পরিচালিত হবে। উদ্যোগটির জন্য বরাদ্দ করা হয়েছে £৫ লাখ।
লন্ডন ওয়াইল্ডলাইফ ট্রাস্টের নেচার রিকভারি ডিরেক্টর স্যাম ডেভেনপোর্ট বলেন, সাদা স্টর্ক ও বিভার পুনঃপ্রবর্তন রাজধানীতে প্রকৃতি পুনরুদ্ধারের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী ভবিষ্যৎ গড়তে বড় ভূমিকা রাখবে। এদিকে বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের লিডার ডমিনিক টুমি বলেন, সাসেক্সে সফল সাদা স্টর্ক প্রজনন প্রকল্পের ধারাবাহিকতা লন্ডনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
সাদিক খানের গ্রিন রুটস ফান্ড আগামী তিন বছরে মোট £১২ মিলিয়ন বিনিয়োগ করবে লন্ডনকে আরও সবুজ, স্বাস্থ্যসম্মত এবং জলবায়ু সহনশীল শহরে রূপান্তর করার লক্ষ্যে। মেয়র বলেন, প্রকৃতিতে প্রবেশাধিকার একটি সামাজিক ন্যায়বিচারের বিষয় এবং শুধু গ্রামাঞ্চলের মানুষই নয়—রাজধানীর প্রত্যেক বাসিন্দারই প্রকৃতি উপভোগের অধিকার রয়েছে। তিনি আরও জানান, এই প্রকল্পগুলো লন্ডনের পরিবেশগত পুনর্জাগরণের কেবল শুরু।
সূত্রঃ বিবিসি
এম.কে

