15.6 C
London
May 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খান গ্রেপ্তার

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, আবদুল মজিদ খানের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সেসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রাত সোয়া ১০টায় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান বলেন, হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আবদুল মজিদকে সেখান থেকে এনে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আবদুল মজিদ খান ফার্মেগেট এলাকায় তার ছেলের বাসায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আবদুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চারবারের সাবেক সংসদ সদস্য। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

এম.কে
১১ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

সিলেটে তেল ও গ্যাসের জন্য দুটি কূপ খনন করবে চীনা কোম্পানি

নিউজ ডেস্ক

মঙ্গলবার এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

নিউজ ডেস্ক