সিরিয়ার নির্বাসিত শাসক বাশার আল-আসাদকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা ;
সিরিয়ার নির্বাসিত শাসক বাশার আল-আসাদকে বিষপ্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা তাকে শ্বাসকষ্টে ভুগতে বাধ্য করেছে।
এই খবরটি এমন সময় এসেছে যখন গুজব ছড়িয়েছে যে আসাদের স্ত্রী আসমা তাকে তালাক দেওয়ার কথা ভাবছেন।
অভিযোগ অনুযায়ী, ক্ষমতাচ্যুত এই সিরিয়ার শাসকের ওপর বিষপ্রয়োগের চেষ্টা করা হয়েছে। বাশার আল-আসাদ গত বছরের ৮ ডিসেম্বর থেকে ভ্লাদিমির পুতিনের সুরক্ষায় মস্কোতে রয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার প্রাক্তন একজন শীর্ষ গুপ্তচরের নামে পরিচালিত একটি অনলাইন অ্যাকাউন্ট জেনারেল এসভিআর দাবি করেছে যে রবিবার আসাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাদের দাবি, ৫৯ বছর বয়সী আসাদ চিকিৎসার জন্য আবেদন করেন এবং তারপর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি তীব্র কাশি এবং শ্বাসরোধে ভুগতে শুরু করেন।
সূত্রটি জানায়, “এই ঘটনাটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে একটি হত্যার চেষ্টা করা হয়েছিল।”
জানা গেছে, আসাদকে তার অ্যাপার্টমেন্টে চিকিৎসা দেওয়া হয় এবং সোমবার তার অবস্থা স্থিতিশীল হয়।
পরীক্ষার রিপোর্টে তার শরীরে বিষের উপস্থিতি পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র বা রাশিয়ার পক্ষ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
গত মাসে জানা গেছে, আসাদের স্ত্রী আসমা যুক্তরাজ্যে ফিরে যেতে চাইলেও কার্যত তাকে নিষিদ্ধ করা হয়েছে।
৪৯ বছর বয়সী আসমা, যিনি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন, তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যুক্তরাজ্যে ফিরে যেতে পারছেন না। আসমা ও তার স্বামী আসাদ এবং তাদের পরিবার বর্তমানে মস্কোতে নির্বাসিত অবস্থায় রয়েছেন।
এই দম্পতি সিরিয়ার পতনের পর সিরিয়া থেকে পালিয়ে গিয়েছিলেন। আসাদের দুই দশকের ক্ষমতা বিদ্রোহীদের হাতে কয়েক দিনের মধ্যে ধ্বংস হয়ে যায়। রাশিয়ার শাসক ভ্লাদিমির পুতিন তাদের আশ্রয় দিয়েছেন।
তবে নির্বাসনে থাকা অবস্থায় শোনা যাচ্ছে যে আসমা যুক্তরাজ্যে ফিরে যেতে চান, এমনকি তিনি আসাদকে তালাক দেওয়ার কথাও ভাবছেন।
সূত্রঃ দ্য সান
এম.কে
০২ জানুয়ারি ২০২৫
বিভাগঃ সারাবিশ্ব