7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরসিলেট

সিলেটে মোদীবিরোধী বিক্ষোভ, জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হয়েছেন ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী। এ সময় ১৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৭ মার্চ) দুপুরে নগরের নয়াসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটকদের নাম নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে ১৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ১৩টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

তিনি বলেন, বিক্ষোভকারীরা নাশকতা চালানোর পরিকল্পনা করেছিলো। পুলিশ তাদের বিক্ষোভ মিছিলে বাঁধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে ১৪ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামের ন্যায় সিলেটেও মোদীবিরোধী কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা বাদ আসর সিলেটের মাঠে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল টিম মহানগরের ৬ থানা এলাকায় টহল দিচ্ছে বলেও জানান এডিসি। পাশাপাশি মাঠে বিজিবির টহল টিম রয়েছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, হেফাজতের লোকজন কর্মসূচি নিয়ে বিকেলে মাঠে নামার কথা রয়েছে। এ জন্য জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি র‌্যাবের টহল টিমও মাঠ চষে বেড়াচ্ছে।

২৮ মার্চ ২০২১
সূত্র: বাংলানিউজ

আরো পড়ুন

জ্বালানি সংকটে যুক্তরাজ্য, পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন

মরক্কোয় গভীর কূপে পড়া শিশু উদ্ধারের সর্বশেষ

অনলাইন ডেস্ক

কনজার্ভেটিভ সরকারের আরো একজন মন্ত্রীর পদত্যাগের খবর