অবৈধ অভিবাসন রুখতে নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। নিজের ফেসবুক পোস্টে এক বাস্তব অভিবাসীর ছবি ব্যবহার করে তিনি জানিয়েছেন, অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করলে আটক ও ফেরত পাঠানো হবে। প্রধানমন্ত্রী লিখেছেন, “অবৈধ অভিবাসন হলো অপরাধচক্রের ব্যবসা, যাদের মানুষের জীবনের প্রতি কোনো তোয়াক্কা নেই। আমার প্রথম অগ্রাধিকার হলো এই নোংরা ব্যবসার অবসান ঘটানো।”
সরকারি তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশজুড়ে চালানো অভিযানে রেইড ও গ্রেফতারের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। প্রধানমন্ত্রী দাবি করেছেন, তার নেতৃত্বে সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করা হচ্ছে এবং অবৈধ পথে ব্রিটেনে ঢোকা আর সম্ভব হবে না।
তবে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে ভিন্ন চিত্র ফুটে উঠেছে। হাজারো মন্তব্যের বেশিরভাগই লেবার সরকারের অভিবাসন নীতি এবং ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের দমনে সরকারের ব্যর্থতাকে দায়ী করছে। সমালোচকরা বলছেন, শুধুমাত্র ঘোষণা নয়, কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
সরকারি তথ্যই দেখাচ্ছে যে আশ্রয়প্রার্থীর সংখ্যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিরোধী দলগুলো বলছে, সরকারের নীতিগুলো বাস্তবে কার্যকর না হওয়ায় অপরাধচক্র আরও সক্রিয় হয়ে উঠেছে এবং দেশজুড়ে অভিবাসন সংকট আরও জটিল আকার ধারণ করেছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৬ আগস্ট ২০২৫