TV3 BANGLA
ইউরোপ

সুখবর! চলতি বছর দেড় লাখের বেশি কর্মী নেবে ইতালি

ইউরোপের অন্যতম বড় অর্থনীতির দেশ ইতালি। কর্মী সংকটে কয়েক বছর ধরে বিদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়ে আসছে দেশটি।

দেশটির সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশসহ বিশ্বের ৩৭টি দেশ থেকে ১ লাখ ৫১ হাজার শ্রমিক নিবে ইতালি। যার আবেদনের ‘ক্লিক ডে’ নির্ধারিত ছিল ফেব্রুয়ারির ৫, ৭ ও ১২ তারিখ। তবে বিভিন্ন জটিলতা ও সঠিকভাবে জমা দেয়ার সুবিধার্থে তা বদলে করা হয়েছে মার্চের ১৮, ২১ ও ২৫ তারিখ। সঠিক আবেদনে বাংলাদেশিদের ইতালি প্রবেশের সুযোগ বাড়ার আশা সংশ্লিষ্টদের।

ইতালিতে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশনের জানান, ‘তারিখ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশিদের জন্য ভালো হয়েছে। কারণ আবেদনকারীরা অনেকসময় দ্রুত করতে গিয়ে কাগজপত্র ভুল করে থাকে। এখন তারা হাতে সময় পাবে, আস্তে-ধীরে সব গুছিয়ে নিতে পারবে। এতে বাংলাদেশিদের আসার পথ আরও সুগম হবে।’

গত বছর ডিসেম্বরে শেষ হয়েছে ১ লাখ ৩৬ হাজার কর্মী নেয়ার দ্বিতীয় দফার ‘ক্লিক ডে’। তবে প্রক্রিয়া শেষ করে এখনও স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে না ভিসা ক্লিয়ারেন্স পেপার।

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে আরেকটি ক্লিক ডে থাকায় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা অনেকটাই কঠিন ছিল। তাই ‘ক্লিক ডে’ পরিবর্তনে আবেদনকারীরা সুবিধা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এম.কে
০৫ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

ফ্রান্সের মুসলিম নেতাদের ১৫ দিনের আলটিমেটাম

অনলাইন ডেস্ক

ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া

তালেবানকে স্বীকৃতি দেয়নি ইউরোপীয় ইউনিয়ন