11.1 C
London
October 30, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

সূর্যোদয়ের ১৫ মিনিট পর সৌদিতে ঈদুল ফিতরের নামাজ পড়ার নির্দেশনা

সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন ইসলামবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল–শেখ।

তিনি বলেন, দেশটিতে উম্ম আল-কুরা দিনপঞ্জি অনুযায়ী সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে খোলা মাঠে ও মসজিদে। তবে যেসব মসজিদের পাশে খোলা মাঠ কিংবা ঈদগাহ আছে, সেসব মসজিদের ভেতরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা যাবে না।

মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও আরামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, সে জন্য আগে থেকে সংশ্লিষ্ট মাঠ ও মসজিদ পরিষ্কার–পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় সংস্কারসহ প্রাথমিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল–শেখ।

সূত্র: সৌদি গেজেট

এম.কে
০৩ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

ব্যবসায়িক লাভের উপর প্রথমবারের মতো ট্যাক্স চালু করেছে আরব আমিরাত

অনলাইন ডেস্ক

বন্ধ হচ্ছে দুবাই বিমানবন্দর, কার্যক্রম চলে যাবে আল মাকতুমে

সৌদি আরবে ইতিহাস! প্রথম নাইট ক্লাবের যাত্রা