বিদেশ ভ্রমণকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্যের এইচএম পাসপোর্ট অফিস। পাসপোর্টধারীদের কাছে পাঠানো টেক্সট বার্তায় বলা হয়েছে, যাত্রার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে পাসপোর্ট গন্তব্য দেশের জন্য বৈধ আছে কি না। সেই সঙ্গে সংশ্লিষ্ট দেশের প্রবেশের শর্তাবলী ভালোভাবে যাচাই করতে বলা হয়েছে।
সরকারি বার্তায় দেওয়া লিঙ্ক ভ্রমণকারীদের ফরেন ট্রাভেল অ্যাডভাইস পাতায় নিয়ে যায়। সেখানে বিভিন্ন দেশের ভ্রমণ সংক্রান্ত সতর্কতা ও নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা পরিস্থিতি, স্বাস্থ্যঝুঁকি, আইনগত পার্থক্য এবং প্রবেশের শর্তাবলী।
জনপ্রিয় ভ্রমণ গন্তব্য স্পেন ও ফ্রান্সের ক্ষেত্রে সেনজেন অঞ্চলের নিয়ম মেনে চলতে হয়। শর্ত অনুযায়ী, ভ্রমণের দিনে পাসপোর্টের ইস্যুর তারিখ ১০ বছরের বেশি পুরনো হওয়া যাবে না। এছাড়া সেনজেন অঞ্চল ত্যাগের নির্ধারিত তারিখের পর অন্তত তিন মাসের মেয়াদ থাকতে হবে।
অন্যদিকে কানাডায় প্রবেশে আলাদা নিয়ম প্রযোজ্য। ফরেন অফিসের নির্দেশনায় বলা হয়েছে, কানাডায় প্রবেশের জন্য পাসপোর্টের মেয়াদ অবশ্যই ভ্রমণের পুরো সময়কাল পর্যন্ত বৈধ থাকতে হবে। তবে অনেক দেশ প্রবেশের শর্ত হিসেবে পাসপোর্টে অন্তত ছয় মাসের মেয়াদ রাখার কড়াকড়ি করে থাকে।
সরকার ভ্রমণকারীদের সতর্ক করে বলেছে, বৈধ পাসপোর্ট ছাড়া কোনোভাবেই ভ্রমণের বুকিং করা উচিত নয়। নতুন পাসপোর্ট ইস্যু হলে তা পুরনো নম্বরের সঙ্গে মিলে যাবে না, ফলে জটিলতার মুখে পড়তে পারেন যাত্রীরা।
যাদের পাসপোর্ট নবায়নের প্রয়োজন, তারা সরকারি ওয়েবসাইট GOV.UK-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে নতুন পাসপোর্ট তৈরি, পুরনো নবায়ন, ব্যক্তিগত তথ্য হালনাগাদ, প্রতিস্থাপন আবেদন এবং নিরাপদ অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৫