TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সেন্ট জর্জ চ্যাপেলে সমাহিত প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

যুক্তরাজ্যের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। ১১ দিনের আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে স্বামী প্রিন্স ফিলিপের পাশে সমাধিস্ত হলেন সবচেয়ে বেশি সময় ধরে ব্রিটিশ সিংহাসনের অধিষ্ঠাত্রী এলিজাবেথ। এ সময় কেবল রাজপরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

 

সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল আটটায় ওয়েস্টমিনস্টার হলে রানির প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সময় শেষ হয়। এরপর বেলা ১১টায় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। সেখানে প্রায় দুই হাজার মানুষ এক শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন। যাদের মধ্যে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান। খবর বিবিসির।

 

লন্ডনের আনুষ্ঠানিকতা শেষে রানির কফিন যখন উইন্ডসরে নেয়া হচ্ছিল, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

 

লন্ডনে দীর্ঘ শোক মিছিলে অংশ নেন সশস্ত্র বাহিনীর তিন হাজার সদস্য। শোক মিছিলটি লন্ডনের অনেক বিখ্যাত স্থাপনার পাশ দিয়ে অতিক্রম করে।

 

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রাজপরিবারের সদস্যরা সেন্ট জর্জেস চ্যাপেলে যান। এরপর স্বামী প্রিন্স ফিলিপের পাশে সমাহিত করা হয় রানি দ্বিতীয় এলিজাবেথকে।

 

রানির সমাধির ওপর মার্বেলের ফলকে খোদাই করে লেখা হয়েছে, ‘দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬-২০২২’।

 

২০ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

 

 

আরো পড়ুন

যুক্তরাজ্য প্রধানমন্ত্রী নতুন রুয়ান্ডা স্কিম নিয়ে নতুন চাপে পড়েছেন

রানির শেষকৃত্যের দিন ব্যাংক হলিডে ঘোষণা

অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাজ্যের প্রয়োজন ১ ট্রিলিয়ন পাউন্ডের বিনিয়োগ

নিউজ ডেস্ক