TV3 BANGLA
বাংলাদেশ

সেভেন সিস্টার মন্তব্য ঘিরে ক্ষুব্ধ ভারত, ঢাকার কাছে কূটনৈতিক আপত্তি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে। দিল্লিতে ডেকে পাঠিয়ে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে কয়েকজন রাজনৈতিক নেতার বক্তব্য ভারতের প্রতি ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠছে, যা দুই দেশের সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে ভারতকে ঘিরে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

এ সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির বিষয়টিও তুলে ধরে উদ্বেগ প্রকাশ করে ভারত। এসব কর্মসূচি অব্যাহত থাকলে তা দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে বলে সতর্ক করা হয়।

ভারতের উদ্বেগের পেছনে সাম্প্রতিক সময়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার’ অঞ্চল নিয়ে যে মন্তব্য করেছেন, তা দিল্লির দৃষ্টিতে প্রচ্ছন্ন হুমকির ইঙ্গিত বহন করে।

ভারতীয় কর্মকর্তাদের মতে, এই ধরনের বক্তব্য কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থাকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আনতেই হাই কমিশনারকে তলব করা হয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, ভারত প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং রাজনৈতিক নেতাদের বক্তব্যে সংযম নিশ্চিত করবে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার ধারা বজায় রাখতে দায়িত্বশীল আচরণ জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে

আরো পড়ুন

৯ মাসে সোজা আঙ্গুলে কাজ হয়নি, এখন সময় আঙ্গুল বাঁকা করারঃ সারজিস আলম

ঢাকায় অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

শহীদ হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জনস্রোত