12.8 C
London
October 30, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

সৌদিতে মুদির দোকানে যেসব পণ্য বিক্রি নিষিদ্ধ হলো

সৌদি আরবের মুদির দোকানে সব ধরনের তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দিয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট।

পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়। এতে বলা হয়, সৌদির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের লাইসেন্সকৃত সব তামাক পণ্যে এ নিষেধাজ্ঞা থাকবে। অর্থাৎ সাধারণ সিগারেট, ই-সিগারেট, সিসা ও অন্যান্য তামাক পণ্য মুদি দোকানে বিক্রি করা যাবে না।

এছাড়া যেসব জায়গায় তামাক পণ্য বিক্রির অনুমতি রয়েছে সেখানে এগুলো প্রদর্শন করা যাবে না। দোকানিকে এসব পণ্য ভেতরে রাখতে হবে। যাদের বয়স ১৮ হয়নি তারা তামাক পণ্য কিনতে পারবেন না। দোকানি চাইলে বয়স যাচাই করতে পারবেন।

সৌদি আরবে তামাক ও সিগারেট খাওয়া নিষিদ্ধ নয়। তবে সব জায়গায় সিগারেট খাওয়া যাবে না। কেউ সরকারি ভবন, চিকিৎসা কেন্দ্র, বাস, ট্রেন, বিমান এসব জায়গায় সিগারেট খেতে পারবেন না।

এছাড়া কর্মক্ষেত্রেও প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষেধ। যারা ধুমপান করতে চান তাদের নির্ধারিত স্থানে গিয়ে ধুমপান করতে হবে।

সূত্রঃ সৌদি গ্যাজেট

এম.কে
১৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

রমজান উপলক্ষ্যে আমিরাতে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড়

উগ্র ডানপন্থীদের উত্থানে ভয়ে আছে ফ্রান্সের মুসলিম জনগোষ্ঠী

ভারতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন