সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রোববার (৩০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার (২৯ মার্চ) মক্কা সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে এবং রোববারকে আনুষ্ঠানিকভাবে ঈদের শুরু হিসেবে ঘোষণা করেছে।
আল অ্যারাবিয়া জানিয়েছে, মাগরিবের নামাজের পর দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যবেক্ষণের ভিত্তিতে চাঁদ দেখা পুনরায় যাচাই করে। এরপর ২৯ দিন রোজা রাখার পর পবিত্র মাসের সমাপ্তি চিহ্নিত করা হয়।
এর আগে, সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে এক পোস্টে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশের ২০টিরও বেশি স্থানে পর্যবেক্ষণ কার্যক্রমের কথা জানায়।
ইসলামিক হিজরি মাসগুলো ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হয়। সৌদি আরবে ২৯ রমজানে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র মাসটি ২৯ মার্চ শেষ হবে এবং ৩০ মার্চ ঈদ শুরু হবে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঈদের ভোরে সৌদির সকল অঞ্চলের ১৫ হাজার ৯৪৮টিরও বেশি মসজিদ এবং ৩ হাজার ৯৩৯টি উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। পরিবারগুলো ইসলামের সবচেয়ে আনন্দময় এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনটি উদযাপন করতে একত্রিত হবে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের দিনটি চিহ্নিত করতে শাওয়াল মাসের চাঁদ দেখা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইরানসহ অনেক দেশই ঈদের তারিখ ঘোষণা করেছে।
সূত্রঃ আল অ্যারাবিয়া
এম.কে
২৯ মার্চ ২০২৫