12.6 C
London
February 20, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

সৌদি আরবে নতুন সতর্কতা জারি

সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর (এনসিএম) দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ধূলিঝড়, বালুঝড় এবং আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এই অবস্থা থাকতে পারে। এর ফলে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া কেন্দ্রে জানানো হয়েছে যে,

– রিয়াদ, হাইল, আল কাসিম, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, মক্কা, এবং মদিনা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে।

– মক্কা অঞ্চলে তীব্র বাতাসের কারণে ধূলিঝড় ও বালুঝড় হতে পারে, এবং আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

– মক্কার কিছু এলাকার (যেমন: তায়েফ, ময়সান, আদহাম, আল আরদিয়াত, খুরমা) উপর বিশেষ প্রভাব পড়বে।

এছাড়া, আল বাহা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং রিয়াদ, আল কাসিম, হাইল, নাজরান, পূর্বাঞ্চল, মদিনা, এবং আল জাওফ অঞ্চলেও একই ধরনের আবহাওয়া পরিলক্ষিত হতে পারে।

জেদ্দা, শুয়াইবা, এবং আল লিথে ৪০ থেকে ৪৯ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যার ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে এবং নৌচলাচল ব্যাহত হতে পারে।আজ সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। এনসিএম জনগণকে আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেটের জন্য তাদের যোগাযোগ চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে। অপরদিকে, গাড়ি চালানোর সময় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে এবং বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, যা সৌদি আরবের জনগণকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে এবং মারাত্মক আবহাওয়া পরিস্থিতি থেকে রক্ষা করবে।

সূত্রঃ আরব নিউজ

এম.কে
১৮ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

দুবাইয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতির রেল বাস চালু

বিক্রির দুই বছর পর ঠিকমতো কাজ করেনা স্মার্ট পণ্য

মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কেউ জাতিসংঘ মিশনে যেতে পারবে না