স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার স্বাধীনতার উপর আরেকটি গণভোটের তারিখ হিসাবে ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রস্তাব করেছেন।
নিকোলা স্টার্জন বলেন, বিষয়টি ২০১৪ সালের গণভোটের মতোই হবে। প্রশ্ন করা হবে- “স্কটল্যান্ড কি একটি স্বাধীন দেশ হওয়া উচিত”।
স্টার্জন বলেন, তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে ভোটের জন্য আনুষ্ঠানিক সম্মতি চাইতে চিঠি লিখবেন। আর এটি মঞ্জুর না হলে তিনি তার পরিকল্পনা নিয়ে চাপ দেবেন।
তবে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো গণভোটকে আইনসম্মত হতে হবে – সুপ্রিম কোর্টকে আইনি বিষয়গুলি নির্ধারণ করতে বলা হবে।
যদি আদালত রায় দেয় যুক্তরাজ্য সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এই গণভোট বৈধ হবে না, তবে পরবর্তী সাধারণ নির্বাচনে ইস্যুটি তোলা হবে।
২৮ জুন ২০২২
সূত্র: বিবিসি