18.8 C
London
July 17, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

স্প্যানিশ রিসোর্টে ব্রিটিশ কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৬ ফরাসি পর্যটক

স্পেনের মাজোর্কা দ্বীপের ম্যাগালুফ রিসোর্টে এক ব্রিটিশ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয় ফরাসি পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ফরাসি পুরুষদের বিরুদ্ধে তাদের ফোনে ১৮ বছর বয়সী ব্রিটিশ কিশোরীর ওপর হামলার চিত্রগ্রহণের অভিযোগ রয়েছে।

একটি স্প্যানিশ পত্রিকা জানায়, স্প্যানিশ হলিডে রিসোর্টে স্থানীয় সময় গত সোমবার ভোর ৫টার দিকে অজ্ঞাতপরিচয় ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। তিনি একটি পার্টিতে একদল তরুণ ফরাসির সঙ্গে দেখা করেছিলেন। পরে তারা সবাই একটি হোটেলে যান। এরপর ওই কিশোরীকে একটি কক্ষে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়।

পরে ওই কিশোরী তার ওপর আক্রমণ করা লোকদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং রাস্তায় সাহায্যের জন্য চিৎকার করেন। নিরাপত্তারক্ষীরা অবিলম্বে পুলিশকে ডাকেন এবং তার বর্ণনার ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়।

একজন মেডিক্যাল পরীক্ষক তার বাহুতে আঘাতের চিহ্ন খুঁজে পেয়েছেন। গ্রেপ্তার হওয়া ছয়জনকে চলতি সপ্তাহে আদালতে হাজির করা হয়েছে। উল্লেখ্য যে, ম্যাগালুফ হলো স্প্যানিশ মাজোর্কা দ্বীপে ছুটি কাটানোর একটি বড় রিসোর্ট, যা ব্রিটিশ পর্যটকদের কাছে জনপ্রিয়।

এম.কে
২২ আগস্ট ২০২৩

আরো পড়ুন

হোমওয়্যার চেইন স্টোর উইলকো বন্ধের পথে

সামান্য পরিমাণ অ্যালকোহলও মস্তিষ্কের জন্য ক্ষতিকর

নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ বিদেশি শ্রমিক আটক